শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

চসিক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি২২) বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযায় ইমামতি করেন মরহুমার চতুর্থ সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মেজবাহ উদ্দিনের ছেলে অধ্যাপক হাসিন আবরার। জানাযায় মানুষের ঢল নামে।

জানাযায় অংশগ্রহণ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, মহেশখালী আসনের এমপি আশিকউল্লাহ রফিক, রাউজান আসনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, চন্দনাইশ আসনের এমপি নজরুল ইসলাম, ফেনী আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, নগর বিএনপির সভাপতি ডা শাহাদাত হোসেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।