শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ট শ্রেনির শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদন

কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা উচ্চ বিদ্যালয় মাঠে পহেলা মার্চ ২০২৩

চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ট শ্রেনির শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রধান আলোচক উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাজার মুহাম্মদ বদরুল আলম।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট এটিএম রশিদ, চাকবৈঠা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বার বার নির্বাচিত জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, বিদ্যালয় এসএমসি সদস্য আহসান উল্লাহ, উখিয়া কোস্ট ফাউন্ডেশনের টিম লিডার মোঃ ইউনুস ও বাহাদুর, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেদ ফরহাদ, পরিকল্পিত উখিয়া চাই আহ্বায়ক সিনিয়র সাংবাদিক নুর মোঃ সিকদার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম আজাদ, আওয়ামী লীগ নেতা ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিদুল আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে দেখাযায় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলীকে বিদায়ী সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করেন অত্র বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানের পক্ষথেকে চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী আব্দুল খালেদ।

প্রধান অতিথি বক্তবে বলেন, গেল পাঁচ বছরের মধ্যে এ প্রতিষ্টানটি আলোকিত হয়েছে, পাশাপাশি এলাবাসী ও ম্যানেজিং কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় স্বতঃস্ফূর্ত ভাবে সাজানো গুছানো দেখে সন্তুষ্ট হয়ে বিদ্যালয়ের আরো শিক্ষা প্রশারের জন্য বিদ্যালয়ের কক্ষের বেঞ্চ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।