রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চান্দগাঁওয়ে মা ও ছেলেকে জবাই করে হত্যা।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী
(চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় এক মা ও তার নয় বছর বয়সি শিশু সন্তানকে গলাকেটে খুন করেছে দুষ্কৃতিকারীরা।
পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে সোমবার (২৪ আগস্ট) আনুমানিক রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে ধারনা পুলিশের।

নিহত দুইজন হলো- মা গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। নিহতদের গলায় ছুরিকাঘাতের চিণ্হ পাওয়া গেছে। ক্রাইমসিনে আমরা এসেছি। কেন বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।