শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চেয়ারম‌্যা‌নের ভাতিজা সাইফু‌লের দা‌ম্বিকতায় অ‌তিষ্ট প‌রিষ‌দে সেবা নি‌তে আসা সাধ‌ারন জনতা (পর্ব ১)

প্রকাশিত হয়েছে-

সায়মন সরওয়ার কায়েমঃ- ঈদগাঁও,

কক্সবাজার সদ‌রের ঈদগাঁও ইসলামাবাদ ইউ‌নিয়ন প‌রিষ‌দে নাম মাত্র কর্মচা‌রি সাইফুল ইসলামের দা‌ম্বিকতা ও হুম‌কিস্বরুপ আচ‌রনে অ‌তিষ্ট প‌রিষ‌দে সেবা নি‌তে আসা স্থানীয় জন সাধারন। তি‌নি প‌রিষ‌দের নাম মাত্র কর্মচা‌রি হি‌সে‌বে প‌রিষ‌দের চেয়ারম‌্যান সনদ ও ভি‌জিএফ চাল বিতর‌নের দা‌য়িত্ব পালন ক‌রে ! প‌রিষ‌দে সেবা নি‌তে আসা প্রায় সক‌লের সা‌থে নির্ধা‌রিত ফি`র অ‌তি‌রিক্ত টাকার জ‌ন্যে খারাপ ভাষায় আচরন ক‌রার গুরুতর অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

এবং ভি‌জিএফ ও জে‌লে ভাতার সরকা‌রি চা‌ল বিতরন কার্যক্রমে নয় ছয় করারও অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বি‌রো‌দ্ধে। সে প‌রিষ‌দের নাম মাত্র কর্মচা‌রি হ‌য়েও চেয়ারম‌্যা‌নের ভা‌তিজা হি‌সে‌বে বি‌শেষ ক্ষমতা ব‌্যাবহার ক‌রে। ইউ‌পি চেয়ারম‌্যান এবং স‌চিব তা‌র কর্মকান্ড দে‌খেও না দেখার ভান ক‌রে থা‌কে ! এক কথায় তা‌দের প্রশ্রয়ে সে ক্ষমতার অপ ব‌্যবহার ক‌রে আস‌ছে বিগত ৬ বছর ধ‌রে।
এ বিষ‌য়ে প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুর ছি‌দ্দিক ব‌লেন, আমি এই বিষয় টা আরও অনেক বার শুনছি বিষয় টা নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
এ বিষয়ে প‌রিষ‌দের স‌চিব হ‌রিদাশ পাল ব‌লেন, আমি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।