শনিবার , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ বরদাশত করা হবে না৷ -ইশা ছাত্র আন্দোলন,চট্টগ্রাম মহানগর

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

দাওয়াতি কাজ চলাকালীন নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ বরদাশত করা হবে না।

গতকাল (১৪ মার্চ’২১) রবিবার ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে চকবাজার থানার একটি প্রতিনিধি দল কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষের কার্যক্রমের অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড ময়দানে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে। এসময় আচমকা ছাত্রলীগের এক দল কর্মী তাদের উপর ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ করে। যা সুস্পষ্ট রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয় বিভিন্ন হুমকি ধামকি সহ ইশা ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা করে। এই হামলায় নগর অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মামুন রসিদ, চকবাজার থানা সভাপতি আফসার উদ্দিন ইফতি সহ ৩ জন গুরুতর আহত হন।

ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক নেতা-কর্মীদের উপর এই হামলার মধ্য দিয়ে আবারও জাতির সামনে দেশের আইন শৃংখলার ভঙ্গুর চিত্র উঠে এসেছে। যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি ও উদ্বেগের; যার দায় ক্ষমতাসীন দল কোনভাবেই এড়াতে পারে না।

ইশা ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্র সংগঠন এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। ছাত্রলীগের দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন। আসেন আদর্শিক রাজনীতি চর্চার মাধ্যমে দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে জ্ঞান ভিত্তিক রাজনীতি চর্চা করি। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হলে ইশা ছাত্র আন্দোলন চট্টলার ছাত্র-জনতাকে সাথে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের রুখে দেবে ইনশাআল্লাহ।