শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়াতে সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোঃ বেলায়ত হোসেন টিপু স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রকাশিত হয়েছে-

স্টার রিপোর্টার

কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন) কে জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনে নিয়োগ দেওয়াতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন এর সম্পাদক ওপ্রকাশক এডভোকেট মোঃ বেলায়ত হোসেন টিপু স্যার কে।স্যার আমার জন্য দোয়া করবে আমি যেন সব সময় সত্যি কথা তুলে ধরতে পারি মত।সংবাদিক পেশা এমন একটা জিনিস সব সময় সত্যি কথা তুলে ধরতে হবে। যা কিছু সত্য ঘটনা মানুষের সামনে থেকে চলে যায়। এই ঘটনা মানুষের মধ্যে তুলে ধরা হলো সাংবাদিকের মূল পেশা।যে সাংবাদিক সত্য অনুসন্ধান করে তাঁকে জনগণ সাংবাদিক হিসাবে মানে বা গনে।তাই আমার সব সময় সত্যি কথা গুলি বা সত্য অনুসন্ধানে তারপর। সাংবাদিক একটি সাংবাদ বা নিউজ করা আগে খুব ভালো করে দেখে যাচাই-বাছাই করে নিউজটা করতে হবে।যে কোন সাংবাদ লোকের মুখে বা না দেখে নিউজ করা য়ায না।এই পেশা নীতির সঙ্গে সব কিছু তৈরী করতে হবে।তাই বলো নীতির শব্দ হলো খুব বড় শব্দ। সাংবাদিক পেশাতে নীতি হারালে চলবে না।আমার সবাই নিয়ম নীতি মেনে চলি।