মঙ্গলবার , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জামিনে মুক্ত ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে, দেশে ফেরার অপেক্ষায়

প্রকাশিত হয়েছে-
আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতের জলসীমায় ঢুকে পড়ায় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাঁশখালীর ৩২ জেলে জামিনে মুক্ত।

গত বৃহস্পতিবার (০৯ জুন) কাকদ্বীপের জজ কোর্ট থেকে তারা জামিন পান বলে জানিয়েছেন ভারতীয় আদালতে বাংলাদেশের প্রতিনিধি কাজ করা মুহাম্মদ আবুল বশর।

তিনি জানান, ‘সম্প্রতি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক পুলিশ সদস্যের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ঘটনায় হাই কমিশন বন্ধ থাকায় বাংলাদেশের জেলেদের দেশে ফেরা নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। ভারতীয় হাই কমিশন পুশব্যাক দিলে আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফেরার প্রত্যাশা করছেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় সে দেশের কোস্ট গার্ডের হাতে আটক হয় বাঁশখালীর ৩২ জেলেসহ ৮৮জন। গত চারমাস ধরে তারা সে দেশের কারাগারে বন্দি ছিলেন।