শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মধুরছড়া এলাকায় “জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়” এর বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে, অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে এই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অদ্য ১২ জানুয়ারি ২০২২ খ্রিঃ বুধবার সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেদিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া থানা ইনচার্জ আহমেদ সঞ্জুর মুর্শেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, কক্সবাজার জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, প্রকল্প কর্মকর্তা আল মামুন ও সহকারি শিক্ষা কর্মকর্তা ও নুরুল ইসলাম চৌধুরী বিএম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি একরামুল হক, উখিয়া টেকনাফের মাননীয় সংসদ সদস্য শাহীন বদি’র রাজপুত্র শাউন আরমান, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোওয়ার আলম শাহীন ও অনুষ্ঠানের সার্ভিক পরিচালনা করছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি কন্ট্রাক্টর মুফিজ উদ্দিন।

রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুল হক, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সালাহউদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবাল বাহার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর শাহেদুল চৌধুরী রোমান ও মহিলা সংরক্ষিত মেম্বার খুরশিদা বেগম, রোখসানা বেগম, শামসুন্নাহার সহ রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল বড়ুয়া ও সকল পরিষদ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উখিয়া উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এটিএম রশীদ ও রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, রাজাপালং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হেডম্যান মোঃ ইব্রাহিম, উখিয়া উপজেলা ছাত্রনেতা মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও অপরাপর রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্টানের আলোচনার শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীরা নানান খেলাধুলায় প্রতিযোগিতা অংশগ্রহণের বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন। পরে বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীকে সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেদিয়ে আনন্দ উপভোগ করেন শিক্ষার্থীরা।