রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২,৯৫০পিস ইয়াবা ও ব্যবহৃত ৩টি মোবাইলসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২,৯৫০ (দুই হাজার নয়শত পঞ্চাশ ) পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ০৩টি মোবাইল সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।

গত ১৪/০৫/২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কলাতলী মেরিন ড্রাইভ সড়কের প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ০১। জুনায়েদ (২৮), পিতা- মোঃ হোসেন, সাং- মহাজের পাড়া ০২। ইয়াছিন (১৯), পিতা- আলমগীর, সাং- কলাতলী, থানা ও জেলা- কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ২,৯৫০ (দুই হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ০৩টি মোবাইল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।