শনিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৬ হিজরি

টেকনাফের বিজিবি’র জওয়ানেরা অভিযান চালিয়ে বসত -বাড়ি হতে ৪০ হাজার ইয়াবাও নগদ টাকাসহ এক রোহিঙ্গা আটক

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ টেকনাফপ্রতিনিধি

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে বসত-বাড়ি হতে ৪০হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ উখিয়া জামতলী ক্যাম্পের এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, গত ১৫ জুন রাত সাড়ে ১০টারদিকে মাদকের চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল টেকনাফ দক্ষিণ জালিয়া পাড়ার (কুলাল পাড়া) আব্দুল হকের বাড়িতে অভিযানে যায়। তল্লাশী অভিযান কালে বাড়িতে অবস্থানরত উখিয়া জামতলী ক্যাম্পের মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আয়াছ (২১) এর বিছানার নীচে এবং আলমিরার ভেতর হতে ৪০ হাজার ইয়াবা ও ২০হাজার বাংলাদেশী নগদ টাকাসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। সে আব্দুল হকের বাড়ি হতে ইয়াবার চালান সংগ্রহের জন্য আসে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত রোহিঙ্গা মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।