মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টেকনাফের শাহপরীর দ্বীপে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাহ্পরীর দ্বীপ কোনার পাড়ায় পুকুরে পড়ে ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত শিশুটি শাহ্ পরীর দ্বীপ ডেইল পাড়ার এনায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ সাহাদ (৩)।

শিশুটির পিতা এনায়েত উল্লাহ অধিকারকে জানান,বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে শাহ্পরীদ্বীপ হাজ্বী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল টিকা গ্রহণ করে সমবয়সী বাচ্চাদের সাথে বাড়ি ফেরার সময় অন‍্যান‍্য বাচ্চাদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।খবর পেয়ে এলাকাবাসীসহ পুকুরে খোঁজাখুঁজি করে মোহাম্মদ সাহাদ(৩)কে ১২টার দিকে পুকুরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।

এরপর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করে।