ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,
সীমান্ত উপজেলা টেকনাফের ৪নং সাবরাং ইউনিয়ন শাহ্পরীর দ্বীপের কোরআনে হাফেজদের প্রতিভা ও আন্তর্জাতিক অঙ্গনে বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করছে টেকনাফ উপজেলার ৪নং সাবরাং ইউনিয়নের অন্যতম দ্বীনি সংগঠন শাহ্ পরীর দ্বীপ উত্তর পাড়া সমাজ কল্যাণ যুব সংগঠন।
আগামী ২২ ও ২৩শে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা ও ইসলামী মহা সম্মেলন। হিফজুল কোরআন প্রতিযোগীতায় পুরষ্কার হিসেবে থাকছে নগদ ৩০হাজার টাকা, সনদ, ক্রেস্ট, এছাড়া ১০ম স্থানে থাকছে বিশেষ পুরষ্কার,
এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী হাফেজদের জন্য থাকছে শান্তনা পুরষ্কার।
সংগঠনের সভাপতি কামাল হোসেন রানা বলেন ,শাহ্ পরীর দ্বীপের প্রায় ১০টি মাদ্রাসার ৪০জন হাফেজে কোরআন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে নগদ টাকা পুরষ্কার।
সংগঠনের প্রতিষ্ঠাতা মৌ: রহমত উল্লাহ এই আয়োজনের উদ্দেশ্যে বলেন, পুরো শাহ্ পরীর দ্বীপে ছড়িয়ে থাকা মেধাবী কোরআনে হাফেজদের খুঁজে বের করতেই তাদের এই আয়োজন।
এছাড়া, ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন
আল্লামা হোসাইন আহমদ সাহেব,সাবেক মুহাদ্দিস জামেয়া দারুস সুন্নাহ হ্নীলা টেকনাফ, কক্সবাজার,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন
মুফতী রিজুয়ান রফিকী সাহেব ঢাকা,
এই ইসলামী মহাসম্মেলনে আরো উপস্থিত থাকবেন,
মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াছ সাহেব ঢাকা, মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেব, ইমাম ও খতিব উত্তর পাড়া জামে মসজিদ, সাবরাং, টেকনাফ, কক্সবাজার।