সোমবার , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

টেকনাফে অতিরিক্ত পণ্যের মুল্য নেওয়াই ৮টি প্রতিষ্ঠান কে জরিমানা

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,

আজ ৩ এপ্রিল পহেলা রমজান সকাল ১০ টার সময় টেকনাফ সহকারী কমিশনার( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে টেকনাফ বাজার পৌরসভার বিভিন্ন দোকান,ষ্টোরে
মুল্য তালিকা না থাকায় এবং পণ্যেের অধিক মুল্যে নেওয়ার অভিযোগে এসব দোকানে জরিমানা আদায় করা হয়।
রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আইনে ৮ টি প্রতিষ্ঠানকে ১.৪৫০০০ টাকা জরিমানা করা হয়।
এই প্রতিষ্ঠান গুলো হলো টেকনাফ পৌরসভার উপরের বাজারের
সিরাজ ষ্টোরকে ৩০ হাজার টাকা, তাহের ষ্টোর ২০ হাজার টাকা, মোঃ আলী ষ্টোর ৫০ হাজার টাকা, ইসলাম ষ্টোর ১০ হাজার টাকা, নিউ ভাই ভাই ষ্টোর ১০ হাজার টাকা,আব্দুল্লাহ ষ্টোর ১০ হাজার টাকা, জহির ষ্টোর ১০ হাজার টাকা,নিপুন ষ্টোর ৫হাজার টাকা,
টেকনাফ সহকারী কমিশনার( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী জানান,রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মুল্য নিয়ন্ত্রন করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং যে কোন দোকান বা ষ্টোরে পণ্যের অধিক মুল্য নিলে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।