বুধবার , ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি

টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ নারী-পুরুষ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ টেকনাফপ্রতিনিধি

টেকনাফে র‌্যাব—১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ নারী—পুরুষ দুই মাদক কারবারীকে আটক করেছে। জব্দকৃত নগদ টাকা ও ইয়াবাসহ আটক নারী—পুরুষকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

র‌্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদকদ্রব্য বহনের গোপন সংবাদ পেয়ে ১৫ জুন (মঙ্গলবার) বিকাল পৌনে ৩টার দিকে র‌্যাব—১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিলের মাঠপাড়া মোড়ে জাহিদ হোছনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় করে নাইট্যংপাড়ার মোঃ হাফেজ আহমদের পুত্র মোঃ ফয়েজুল ইসলাম (২৬) এবং উত্তর গোদারবিলের শাহ নেওয়াজের স্ত্রী জামালিদা আক্তারকে (২৫) একটি শপিং ব্যাগসহ আটক করে।

স্থানীয় সূত্রে জানান, মাদককারবারী টেকনাফ সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য। তাকে শপিং ব্যাগটি তল্লাশী করে ২০ হাজার ১০ পিস ইয়াবা, কিছু নগদ টাকা ও আইডি কার্ড পাওয়া যায়।