সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

টেকনাফে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে
সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ডে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর শনিবার সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড হারিয়া খালি সাইক্লোন শেল্টারের নিচ তলায় এ আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়ন পরিষদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
একলাবের প্রোগ্রাম অফিসার পরিমল চাকমা।
সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড ইউথ গ্ৰুপের উপদেষ্টা মোঃ রাশেল,৩ নং ওয়ার্ডের যুব সম্প্রীতি ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক ৪নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত উসমান, একলাবের সহকারী মোঃ তারেক, আব্দুর রাজ্জাক,মোঃ আয়াজ, মহিলা বিষয়ক সম্পাদিকা আফিফা,মিনারা আক্তার,ছমিরা আক্তার প্রমুখসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
একলাবের সহযোগিতায় এইরকম মানব সেবা মুলক কাজ করতে পেরে, যুব সম্প্রীতি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক একলাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।