সোমবার , ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেকনাফে এফআ ইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনজিও এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্প ২৪ এর সিআইসি কাযালয় ক্যাম্পে কর্মরত এনজিও এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হ্নীলা ইউনিয়ন,
ক্যাম্প ২৪ এর সিআইসি কাযালয়ে সিবিসিপি কমিটির সদস্যদের উপস্থিতিতে শিশু সুরক্ষার জন্য শিশুর সাথে কিভাবে যোগাযোগ করার পাশাপাশি তাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করনের লক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।

এতে সিবিসিপি অফিসার শরিফ খানমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যাম্প-ইন-চার্জ মোঃ নজরুল ইসলাম। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এএইচপি প্রকল্পের চাইল্ড প্রটেকশান স্পেশালিষ্ট আতিকুর রেজা, এফআইভিডিবির টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান এবং কেইস ম্যানেজমেন্ট অফিসার চন্দনা রায় প্রমুখ।