বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

টেকনাফে মাইকে ঘোষনা দিয়ে বউ তালাক

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ প্রতিনিধি,

টেকনাফে মাইকে ঘোষনা দিয়ে নিজের বউকে তালাক দিয়েছেন ছৈয়দ নুর নামে এক ব্যক্তি।মাইকে তালাক দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়ার মূহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে। সচেতন মহলরা বিভিন্ন ধরণের মন্তব্য শুরু করেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তার দীর্ঘদিনধরে পাশের বাড়ি মৌলভী আবুল কাশেমের ছেলে মানুনুর রশিদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।গ্রামে অনেক সময় ঐ মামুনের সাথে আপত্তিকর অবস্থায় ছৈয়দ নুরের স্ত্রীকে আটক করেছে বলে জানিয়েছে একাধিক ব্যক্তি ।পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তারকে আদালতের মাধ্যমে তালাক নামা পাঠাই দেয়ার পরেও প্রবাসী ছৈয়দ নুরের ঘর থেকে বের না হওয়ায় ছৈয়দ নুর ক্ষুদ্ধ হয়ে জনসম্মুখের সামনে মাইকে তালাক ঘোষণা দিয়ে দেয়‌।

সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে,পরকীয়ার অভিযুক্ত মোমেনা আক্তার এলাকার পরিবেশ নষ্ট করছে।স্বামী প্রবাসী থাকার সুবাদে বিভিন্ন মানুষের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বারবার এলাকার মানুষ ঐ পরকীয় আসক্ত মোমেনা আক্তারকে সতর্ক করলেও, মোমেনাকে কোনোভােই পরকীয় প্রেম থেকে ফেরানো যায়নি।

প্রতিবেশিরা স্বামী ছৈয়দ নুরকে লজ্জা দিলে স্বামী কীপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাকের ঘোষণা দেয়।