বুধবার , ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১লা রজব, ১৪৪৬ হিজরি

টেকনাফে রিয়েলমি মোবাইল শো-রুম উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

টেকনাফ প্রতিনিধি,

টেকনাফ আলো শপিং কমপ্লেক্সে রিয়েলমি মোবাইল ফোন নিয়ে “নাফ ব্রান্ড সপ” এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। শো- রোম এর স্বত্বাধিকারী মোহাম্মদ তৈয়ব এর সার্বিক তত্বাবধানে
আলো শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাইফী ও বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া ১ম সহসভাপতি আবু সুফিয়ান ফিতা কেটে এবং কেক কেটে উদ্বোধন করেন।

এ সময় রিয়েলমি কোম্পানি এসিষ্ট্যান্ট সেলস ম্যানেজার ফয়সাল বিন রফিক, আলো শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী সমিতির সেক্রেটারি মোহাম্মদ ফারুক জামসেদ, মারোত এর উপদেষ্টা সাইফুল হাকিম, টেকনাফ ফারিয়া সভাপতি মিরাস উদ্দিন, নাফ মোবাইল সফট এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলম, নুরুল মোস্তফা, মোহাম্মদ ইসমাইল( ২) , মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হেলাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এর কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
এসময় নাফ ব্র‍্যান্ড সপের স্বত্বাধিকারী মোহাম্মদ তৈয়ব জানান রিয়েলমি ব্রান্ড এর যেকোনো মোবাইল সেট ন্যায্য মুল্যে পাওয়া যাবে এই শো-রুমে।

মোনাজাত শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।