প্রফেসর রাশেদ আনোয়ার, প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলার সম্মানিত উপদেষ্টা, সাবেক উপজেলা সহ-সভাপতি, আন্দোলনের টেকনাফ পৌরসভার সাবেক সভাপতি, বাংলাদেশ মুজাহিদ কমিটি টেকনাফ উপজেলার সাবেক সদর জনাব আলহাজ্ব নজির আহমদ আজ রোববার ভোর ৫:৩০ টা সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম টেকনাফের আলহাজ্ব আব্দুল মজিদ’র (প্রকাশ দেওয়াল হাজী) তৃতীয় সন্তান।
তাহার মৃত্যুতে কক্সবাজারের ইসলামী আন্দোলন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একান্ত প্রিয় অভিভাবককে হারিয়ে ইসলামী আন্দোলন শোকে আচ্ছন্ন।
মরহুমের নামাজে জানাযা আজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়। জানাযা নামাযের পর হাতিয়ার ঘোনা কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাযা নামাযের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কক্সবাজার জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জামেয়া দারুস সুন্নাহ হ্নীলার সদরে মুহতামিম প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা কারী মুখতার আহমদ।
জানাজার নামাজে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, বামুকের জেলা নায়েবে সদর আলহাজ্ব বদিউল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টর, বামুকের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার দপ্তর সম্পাদক মাওলানা সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল জাফর, ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল হুসাইন ফাহিম, বামুক এর উপজেলা-সদর মাওলানা হাফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউল হক, ইসলামের যুব আন্দোলন টেকনাফ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মালেক জিহাদীসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে আলহাজ্ব নজির আহমদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন টেকনাফের ইসলামী আন্দোলনের ইতিহাসে মরহুম ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের জন্য পীর সাহেব চরমোনাই নেতৃত্বে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান টেকনাফ তথা সমগ্র দেশবাসী আন্তরিকতার সাথে স্মরণে রাখবে। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেন।
উল্লেখ্য মৃত্যুকালে ৬৭ বছর বয়সে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে যান।