ইব্রাহীম মাহমুদঃ- টেকনাফ,
টেকনাফ পৌরসভা জালিয়া পাড়া ৯ নং ওয়ার্ডে টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা নগদ ১৫ হাজার টাকা ১টি মোবাইলসহ ১ নারী মাদকব্যবসায়ী কে আটক করা হয়।
আটককৃত হলেন, টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের জালিয়ার পাড়ার আবুল কাশের মেয়ে সমজিদা বেগম (৩৮)।
শুক্রবার ১১ই ফেব্রুয়ারি গভীর রাতে সমজিদা বেগমের বসতঘর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৫ হাজার টাকা ১টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাফিজুর রহমান জানান, জালিয়া পাড়া ৯ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমজিদা বেগম এর বসতঘর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা একটি মোবাইলসহ সমজিদা বেগম কে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ আটক আসামিকে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।