রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টেকনাফ সাগরে অবৈধ ভাবে মাছ ধরার দায়ে ২ জেলে বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ:

সীমান্ত উপজেলা টেকনাফে সাবরাং ইউনিয়ন মুন্ডার ডেইল এলাকা ও দক্ষিণ লম্বরী ঘাটে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে সাগরে মাছ ধরার দায়ে ২ জন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ ৮ই জুন সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পযর্ন্ত সাবরাং ইউনিয়ন মুন্ডার ডেইল এলাকা ও সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী ঘাটে ২ জেলেকে আটক করা হয়।

বিনাশ্রম কারাদণ্ডরা হলেন,সাবরাং ও সদর ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার নজির আহমদের ছেলে আমির হোছন (৪০) নাজির হোছনের ছেলে কামাল হোছন (৩৩) কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা করেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন, কোষ্টগার্ড ও র্যাব সহ অনেকে।

উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন জানান, যতদিন সাগরে নৌকা নামা বন্ধ হবে না, ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী জানান, সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ও সদর ইউনিয়নের দ. লম্বরী ঘাটে সরকারি নির্দেশ অমান্য করে নিষেধাজ্ঞা কালীন সময়ে সাগরে মাছ ধরার দায়ে ২ জন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।