নিজস্ব প্রতিবেদন।
র্যাব-১৫, কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার ক্যাম্পে জয়নাল আবেদীন (২৮) নামক একজন ব্যক্তি অভিযোগ দায়ের করে যে, তার ছোট ভাই জাফর আলম (২৪), পিতা- নুরুল হাকিম, মাতা- ছকিনা খাতুন, সাং- শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া, ০৭ নং ওয়ার্ড, সাবরাং-ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। ভিকটিম পেশায় একজন মাছ ব্যবসায়ী । গত ২৬/০৯/২০২২ তারিখ অনুঃ ১৩.০০ ঘটিকার সময় তার ভাই সুজোকি মটর সাইকেল নিয়ে টেকনাফ বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে দিন শেষে রাত হওয়ার পরও তার ভাই বাড়ি না ফেরায় ভিকটিমের পরিবার ও আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে তার ব্যক্তিগত নম্বরে ফোন করে জানায় জাফর আলম অপহৃত হয়েছে এবং মুক্তিপণ বাবদ ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা দাবি করে। এছাড়া মুক্তিপণ না দিলে ভিকটিমকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করে। পরবর্তিতে সে সাবরাং ইউপিস্থ বেইঙ্গা পাড়া সাকিনে অপহরণকারীচক্রের পাঠানো লোকের হাতে ০৩ ভরি স্বর্ণালংকারসহ ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ব্যাংকের দুইটি অলিখিত স্বাক্ষরবিহীন চেক প্রদান করা সত্ত্বেও অপহরণকারীরা ভিকটিমকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প অবগত হয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। অতঃপর ২৮/০৯/২০২২ তারিখ অনুঃ ১৪.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে।
ভিকটিমকে উদ্ধার করে হস্তান্তরপূর্বক অপরাধীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়েছে।