এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার।
চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের দুইবাের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বাংলাদেশ – সৌদি আরব সংসদীয় মৈত্রি গ্রুপের সদস্য নির্বাচিত করা হয়েছে। ময়মনসিংহ-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাফেজ রুহুল আমিন মাদানীকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট এই বাংলাদেশ – সৌদি আরব সংসদীয় মৈত্রি গ্রুপ গঠন করা হয়। গত ৩ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক এ.জে.এম মুজাহিদ আল মঞ্জুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
কমিটির অপরাপর মাননীয় সংসদ সদস্যরা হলেন, ময়মনসিংহ- ৬ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোসলেম উদ্দিন, গাইবান্ধা- ৪ আসনের সংসদ সদস্য জনাব মনোয়ার হোসেন চৌধুরী, ঝালকাঠি-১ আসনের সদস্য জনাব বজলুল হক হারুন, কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম- ২ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, রংপুর- ৩ আসনের সংসদ সদস্য জনাব রাহগির আলমাহি এরশাদ, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বেগম উম্মে ফাতেমা নাজমা ও বেগম নার্গিছ রহমান।
বার্তা প্রেরক
(স্বাক্ষরিত)
অধ্যাপক শাব্বির আহমদ
প্রেস সচিব, মাননীয় সাংসদ।