শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তোমাকে চাই বেলী আফরোজ নতুন গান ইউটিভি তে প্রকাশিত শোবিজ ডেস্ক:

প্রকাশিত হয়েছে-

মইনুল ইসলাম মিন্টু ভ্রাম্যমান প্রতিনিধি নড়াইল।

দুই বছর পর নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী বেলী আফরোজ।
তবে নিজেকে গোছানো এবং করো না পরিস্থিতির জন্য একটু সময় নিয়েছিলেন তিনি ;অবশেষে বেলি আফরোজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে তার নতুন গান।

” তোমাকে চাই” গানটির কথা সুর এবং মিউজিক করেছেন রবিন ইসলাম শুধু তাই নয় গানটি ভিডিও পরিচালনা করেছেন রবিন ইসলাম এমনটাই জানালেন বেলী আফরোজ,
বেলী আফরোজ বলেন আসলে দেশের পরিস্থিতির জন্য নতুন গান থেকে একটু বিরত ছিলাম এখন সবকিছুই স্বাভাবিক তাই আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছি।
গানটি আসলে একটু রক ঘরণার যেমনটি আমার শ্রোতারা আমার কাছে থেকে সব সময় চাই গানের কথা ও সুর এবং মিউজিক ও চমৎকার আশা করি সবার ভালো লাগবে।
আমি এখন আমার ইউটিউব চ্যানেলে সব সময়,সময় দিব নতুন নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হব আমার চ্যানেল থেকে।