সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ মুহুরি পাড়াতে নবম শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং ও ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুর করেছে

প্রকাশিত হয়েছে-

কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন),

অদ্য২০/০৫/২০২২ইং তারিখে আনুমানিক রাত ৯.০০ ঘটিকার সময়।দক্ষিণ মুহুরি পাড়াতে নিজ বাড়িতে রাতে অন্ধকারে অনধিকারে ঘরে প্রবেশ করে নিজ মাতার-ছমুদা বেগম (৩২) এর সামনে তাঁর মেয়েকে ইচ্ছা বিরুদ্ধে ইভটিজিং করে, গত এক বছর আজ থেকে স্কুলে যাওয়া-আসার পথে, কু-প্রস্তাব রাজি না হওয়াতে। ভিকটিমের নিজ বাড়িতে।অনধিকার ঘরের ভিতরে প্রবেশ করে গায়ের জামায় ধরিয়া টানা হেচরা করে ও শরিলের বিভিন্ন ভাবে আঘাত করে, এবং ভিকটিমে আম্মাজান এগিয়ে আসলে তাকেও চুলের মুঠি দরিয়া মাটিতে ফুটিয়ে ফেলে, শরিলের বিভিন্ন স্থানে লোহার রড়,হাতরি, কাঠের বাটাম দিয়া রক্তাক্ত জখম করে, এবং মাথায় উপরে লোহার রড় দিয়ে বারি মারিয়া ক্ষতবিক্ষত করেও হাতে হাড়ভাঙ্গা জখম প্রাপ্ত হয়।

ভিকটিমও মায়ের গলাতে থাকা মোট দের ভরি ওজনে চেন, কানের দুল চিনি নিয়ে ফেলে, আলমারি রক্ষিত ( ২০) হাজার টাকা এবং মূল্যবান আসবার পত্র নিয়ে যায়, ঘর বাড়ি ভাংচুরসহ ক্ষয়ক্ষতি পরিমান মোট মূল (এক লক্ষ 50000 টাকা) সহযোগী সন্ত্রাসী , চাঁদাবাজ, ইভটিজিং,কিশোরগঞ্জসহ বিভিন্ন অপরাধে জড়িত এই সন্ত্রাসী লোক গুলি, হলো ১নং-মিজানুর রহমান ২নং-ইয়াছিন উভয় পিতা -সৈয়দ করিম,সর্বসাং দক্ষিণ মুহুরি পাড়া ৪ নং ওয়ার্ড় ঝিলংজা সদর,থানাওজেলা কক্সবাজার সদর।

এলাকার জনসাধারণের দাবি ইভটিজিং ও সন্ত্রাসীকে আইনের আওতাই এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।তাই কক্সবাজার সকল আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি।