শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে নিজ বাড়িতে স্বামী-স্ত্রী হাত-পা বাঁধা লাশ

প্রকাশিত হয়েছে-

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পল্লীতে নিজ বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন— উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের নিশ্বা পলাশবাড়ী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৭৫) ও তার স্ত্রী ফেন্সী আরা বেগম (৬০)।

স্থানীয়রা জানান, হাফিজুল দম্পত্তির তিন ছেলে ও চার মেয়ের সবাই অন্যত্র থাকেন। বাড়িতে শুধু বাবা-মা থাকতেন।

শুক্রবার সকাল ১০টায় মঈনুল ইসলাম নামে এক প্রতিবেশী তাদের বাড়িতে গিয়ে দেখেন বাড়ির দুটি পৃথক ঘরে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ। দুজনেরই মুখে টেপ মারা ছিল। পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিনগত রাতে তাদের হত্যা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ শুক্রবার দুপুরে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো