বুধবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি

দ্বিতীয় ধাপের টিসিবির পণ্য বিতরণ

প্রকাশিত হয়েছে-

দ্বিতীয় ধাপের টিসিবির পণ্য বিতরণ

মোঃ সেলিম হাসান সরকারি নাজির আখতার কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাসে বগুড়ার সোনাতলা উপজেলার ২নং বালুয়া ইউনিয়নের খেটে-খাওয়া গরীব ও স্বল্প আয়ের মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রয় দ্বিতীয় ধাপ সম্পন্ন হলো।
বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল ১০ টা থেকে বালুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ২ নং বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল ও আরও ইউপি সদস্যবৃন্দ।
টিসিবির পণ্য পেয়ে বালুয়া ইউনিয়নের ভোক্তাভোগীরা আনন্দে মুখরিত।এসময় কয়েকজন ভোক্তাভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা অত্যন্ত খুশি টিসিবির পণ্য পেয়ে। এই পণ্য বাজার থেকে ক্রয় করতে গেলে বেশ সমস্যায় পড়তে হতো এই গরীব ও স্বল্প আয়ের মানুষ গুলোর।