বুধবার , ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নতুন কৌশলে শীর্ষ বালি কেখো উখিয়ার হরিণমারা এলাকার শীর্ষ চিহ্নত বালি কেখো তাকিয়ার নেতৃত্বে বালি উত্তোলন অব্যাহত

প্রকাশিত হয়েছে-

নিউজ ডেস্ক

নতুন কৌশলে শীর্ষ বালি কেখো উখিয়ার হরিণমারা এলাকার শীর্ষ চিহ্নত বালি কেখো তাকিয়ার নেতৃত্বে বালি উত্তোলন অব্যাহত।

উখিয়া বন রেঞ্জের দোছড়ি বনবিটের দক্ষিণ হরিণ মারা এলাকার সরকারি বনাঞ্চল থেকে খালকাছা পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এলাকার চিহ্নিত বালি কেখো তাকিয়া স্থানীয় বন বিভাগকে বৃদ্ধঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে রোহিঙ্গা শ্রমিক দিয়ে দিবারাত্রি সরকারি বনাঞ্চল থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ডাম্পার যোগে পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও সংশ্লিষ্ট বন বিভাগ রহস্য জনক কারনে রয়েছে নিরব ভূমিকায়।

স্থানীয় পরিবেশ বিদরা বলেন, চিহ্নিত বালি কেখো তাকিয়া স্থানীয় দোছড়ি বনবিট অফিসকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। এতে ধ্বংস হচ্ছে সরকারি বনাঞ্চল ও জীববৈচিত্র্য। লাভবান হচ্ছে বন কর্মকর্তারা।

দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান বলেন, সরকারি বনাঞ্চল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সাথে জড়িত তাকিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সূত্রঃ উখিয়া ক্রাইম টিভি।