সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নব্য ইউপি সদস্যকে মেরে ফেলার হুমকি ধামকি, নিরাপত্তা চেয়ে থানায় জি,ডি

প্রকাশিত হয়েছে-

শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,

রংপুর মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব্য ইউপি সদস্য মতিয়ার রহমান জান ও মালের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে। জি.ডি নংঃ-৬৪৪। মতিয়ার রহমান বাদী হয়ে নিজেই ১২ ফেব্রয়ারী রাত আটটার দিকে মিঠাপুকুর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করেন। অভিযুক্তরা হলেন, ১.শাহিন মিয়া (৪৫) পিতা মৃত- সেকেন্দার আলী,২. ইলিয়াস আলী (৬৫) পিতা মৃত- আব্দুস সোবহান, ৩.শ্রী নিতাই চন্দ্র (৩৫) পিতা- শ্রী ভবেন চন্দ্র সবাই থানার ৬নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ খোর্দ্দ কাশিনাথপুর মিঠাপুকুর রংপুর।

অভিযোগ কারি মতিয়ার রহমান সোমবার (১৪ ফেব্রুয়ারী) সাংবাদিকদের কে বলেন, গত ০৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সারাদেশে সপ্তম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছি।

আমার প্রতিপক্ষ ইউপি সদস্যরা যারা নির্বাচনে হেরে গেছে। তারা ভোট শেষে গণনা করার সময়, গণনা ভুল হয়েছে বলে একে একে তিনবার গণনা করিয়েছিল। কিন্ত পরেও গণনা ঠিক ছিল। জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করেছে। আমার নির্বাচনী প্রতিপক্ষরা যারা হেরে গেছে তারাই আমাকে হুমকি, ধামকি দিচ্ছে। আমার জান-মালের ক্ষতি করবেন, আমার পরিবারকে সুখে-শান্তিতে থাকতে দিবেন না মিথ্যা মামলা করবেন বলে, দিনে দুপুরে প্রকাশ্যে জনগণের সামনে এ হুমকি দিচ্ছে।
এবিষয়ে জানার জন্য মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, থানায় জি. ডি হয়েছে।

সত্যতা পাওয়া গেলে। অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।