মঙ্গলবার , ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ সিএনজি সহ আটক ৩

প্রকাশিত হয়েছে-

মোঃ ইফসান খান ইমন- নাইক্ষ‍্যংছড়ি,

নাইক্ষ্যংছড়িতে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ এবং একটি সিএনজি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার ১ লা মার্চ রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারিচবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কক্সবাজার জেলা ইদগাও উপজেলার সুলতান আহমদের পুত্র আলী আকবর(৪২)
সিএনজি চালক আবদুর রহমানের পুত্র জুবায়ের( ৪০)
মোহাম্মদ নাছিরের পুত্র ফরিদুল আলম (৪৫)

পুলিশ সুত্র জানায়, বুধবার রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসেমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ সিএনজি গাড়ীটিকে জব্দ করে এবং গাড়ীর চালক ছাড়াও ২ জন মদ পাচারকারী কে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশীয় তৈরী চোলাই মদ সহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য বাইশারী থেকে উৎপাদিত চোলাই মদ এলাকার চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী কক্সবাজার জেলার বিভিন্ন জায়গাই পাচার করে আসছে একটি সিন্ডিকেটের সদস্যরা।