মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি:
বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন বার্মিজ ১২% DIABLO বিয়ার আটক করা হয়েছে।
৭ মার্চ আনুমানিক রাত ১১টার সময় কক্সবাজার (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুআমতলী বিওপির বিশেষ টহল কমান্ডার নাঃ মোঃ বিপুল ইসলাম এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে সীমান্ত পিলার ৩৯ এর হতে আনুমানিক-৪ কিঃমিঃপশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে রেজুআমতলী ব্রিজ নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল/ক্যান বার্মিজ ১২% DIABLO বিয়ার আটক করা হয়।
আটককৃত মালামাল- DIABLO বিয়ার ৪৮ ক্যান ২৫০=১২,০০০/- টাকা উল্লেখ্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত এলাকার কয়েকটি দুর্গম পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে বিভিন্ন প্রকার মাদক এবং সিগারেট এনে দেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিতে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় কিছু চোরাকারবারিরা।
ঐ এলাকায় কর্মরত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে দিনরাত কাজ করার ফলে বর্তমানে চোরাচালানে জড়িতরা কোনঠাসা হয়ে পড়েছে বলে স্থানীয় কয়েকজন ব্যাক্তি জানিয়েছে।