শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাইক্ষ‍্যংছড়ির তমব্রুতে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান

প্রকাশিত হয়েছে-

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ তুমব্রু বিওপির দায়িত্ব পূর্ণ তুমব্রু কোনার পাড়া শূন্য লাইনস্হ রোহিঙ্গ্যা শিবির ও তুমব্রু বিওপি পরিদর্শ করেছেন বিজিবির মহা পরিচালক।

বৃহস্পতিবার ১টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত বিজিবির নবনিযুক্ত মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান NDC, PSC, নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপি এবং তুমব্রু বিওপির দায়িত্ব পূর্ণ এলাকা সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মধ্যবর্তী স্থান তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গ্যা শিবির ক্যাম্প পরিদর্শন করেন।

গত ১৮/০১/২৩ ইং জাতিগত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ARSA এবং RSO গ্রুপের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের পরবর্তীতে অগ্নিসংযোগের ফলে উক্ত রোহিঙ্গ্যা শিবিরটি সম্পূর্ণ পুড়ে যায়।
পরিদর্শনকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, তুমব্রু বিওপিতে কোনার পাড়া রোহিঙ্গ্যা ক্যাম্প ও চলমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফ প্রদান করেন।
পরে মহাপরিচালক তুমব্রু বিওপি’র সৈনিক লাইন,ডিউটি পোস্ট পরিদর্শন করেন এবং তুমব্রু বিওপিতে সঙ্গীয় অফিসার এবং সৈনিকদের সাথে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
পরিদর্শনশেষে বিজিবির মহাপরিচালক ঘুমধুম সড়ক হয়ে রামু সেক্টর এর উদ্দেশ্য রওনা করেন বলে সুত্রে জানা যায়।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেনঃ কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও ঢাকা থেকে আসা অন্যান্য অফিসার গণ।