মুহাম্মদ হেলাল উদ্দিন এর প্রতিবেদক
না ফেরার দেশে চলে গেলেন আমাদের প্রিয় স্যার ইন্জিনিয়ার আলী আশরাফ স্যার।
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ‘র সম্মানিত প্রো-ভিসি,সিভিল ডিপার্টমেন্ট ‘র হেড, বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ, আইইবি চট্টগ্রামের সাবেক সফল চেয়ারম্যান,সাদা মনের প্রিয় মানুষ ইন্জিনিয়ার মোহাম্মদ আলী আশরাফ স্যার বেশ কদিন ধরে অসুস্থ থাকার পর গতরাত ২,৩০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
এই গুণী মানুষটি শুধু সাদার্নের সম্পদ নয়,চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের সম্পদ ছিল।
স্যারের মৃত্যুতে আমরা সাদার্নের জন্য একজন নিবেদিত প্রাণ মানুষকে হারালাম।রব্বে কারিম, স্যারকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।স্যারের শোকাহত পরিবার, সাদার্নের শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ সমুহ মাফ করে দিন। প্রিয় স্যারের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ তায়ালা স্যারকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন।
আমিন।
বাদ জুহুর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে মরহুম স্যারের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাদ আসর ফটিকছড়ির জাফত নগর ইউনিয়নের ফতেহপুর গ্রামে ২য় জানাজা শেষে স্যারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।