আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়কে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের জন্য ১৯ দফা দাবীতে ‘যুব বন্ধন’ এর অায়োজন করে ইসলামী যুব অান্দোলন বাঁশখালী উপজেলা শাখা।
অদ্য ১১ ফ্রেব্রুয়ারী-২১ ইং (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় শাখা সভাপতি এম মোবারক হোসাইন অাসিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্টিত যুব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব অান্দোলন-চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এস.এম. ফয়জুল্লাহ, ইসলামী অান্দোলন বাংলাদেশ- বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি, মাওলানা জসিম উদ্দিন মিজবাহ, যুব নেতা মাও. জাওয়াদুল করীম, ইসলামী শাসনতন্ত্র ছত্র আন্দোলন বাঁশখালী থানার সাবেক সভাপতি ছাত্রনেতা অব্বাস উদ্দীন, সহ-সভাপতি ছাত্রনেতা লোকমান হাকিম।
বাঁশখালীতে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা-রোধে ও যানযটমুক্ত নিরাপদ সড়কের দাবীতে যুব অান্দোলনের ১৯ দফা দাবী সমূহ মধ্যে রয়েছেঃ-
১. রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও কমপক্ষে ৩` (ফিট) ফুটপাত রেখে রাস্তা সংস্কার করতে হবে।
২. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রীজ ও অান্ডার পাসের ব্যবস্থা করতে হবে।
৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপসনালয়সহ সকল জনসমাগমপূর্ণ এলাকায় গতিরোধকের ব্যবস্থা করতে হবে।
৪. স্পীড ব্রেকারে সবসময় সচ্চ বুঝা যায় মতো রঙের ব্যবস্থা ও সড়কের মধ্যে দ্বিবিভাজন চিহ্নের ব্যবস্থা করতে হবে।
৫. সড়কের মূল সিমানায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটি ও অবৈধ স্থাপনা সরাতে হবে।
৬. প্রধান সড়কের পাশে বাজার বসা ও মালামাল রাখা নিষিদ্ধ করতে হবে।
৭. সড়কের প্রতিটি বাজার ও জনসমাগমে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে।
৮. মোটর সাইকেলে দুইজনের অধিক চলা নিষেধ।
৯. হেলমেটবিহীন মোটর বাইক চালানো নিষিদ্ধ করতে হবে।
১০. যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করতে হবে।
১১. অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স বিহীন ড্রাইভারের গাড়ী চালনা নিষিদ্ধ করতে হবে।
১২. যানবহনে চালক-যাত্রী সকলের ধুমপানসহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকারীদের কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
১৩. গাড়ীতে গান-বাজনা নিষিদ্ধ করতে হবে।
১৪. ট্রাফিক অাইন অমান্যকারীদের যথযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৫. বাস, ট্রাক, পিকঅাপ ও সিএনজির টার্মিনাল করতে হবে।
১৬. মারাত্মক ঝুকিপূর্ণ বাঁক সংস্কার করতে হবে।
১৭. শব্দ ও বায়ু দূষনযুক্ত সকল যানবাহনকে দণ্ডায়িত করতে হবে।
যুব বন্ধন শেষে মোবারক হোছাইন আসিফ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।