শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ: পাশেরহার ৯৭.৫৭%

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি

নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ’র অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসা সমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল আজ ২৫ডিসেম্বর২০২২ রোজ রবিবার দুপুর ১টার দিকে, বো‌র্ডের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বোর্ডের মুহতারম চেয়ারম্যান আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহিয়া সাহেব (হাফি.) এর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলেদেন বোর্ডের মুহতারম মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন সাহেব (হাফি.) ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মাদ আলী সাহেব (হাফি.)।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ডের মজলিসে আমেলা ও শুরার সদস্যগণ এবং বোর্ডের সিনিয়র কর্মকর্তাগণসহ বিভিন্ন সংবাদ কর্মীগণ।

বোর্ডের অধীনে এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ৫১৩৫৪০জন। অনুপস্থিত মোট ১০১৩জন। মোট পাশ ৫১০৩২২জন। মোট ফেল ২১১৫জন। মোট জি.পি.এ ২৭৭৩২জন।
মোট প্রতিষ্ঠান ৭৫৪০টি। মোট কেন্দ্র ২২২৬টি।
পাশেরহার ৯৭.৫৭%
আল্লাহ তা’য়ালা সকলকে কবুল করুক।