বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

পটিয়া মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক,আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে নিযুক্ত হয়েছেন আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। বর্ষীয়ান আলেমেদ্বীন, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদিস এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব প্রথিতযশা আলেমেদ্বীন আল্লামা আব্দুল হালিম বোখারী রহ. এর ইন্তিকালে এ পদটি শূন্য হয়। মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ এর আগে জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে, মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আবদুল হালীম বোখারী ইন্তোকাল করেন। রবিবার (১৯ জুন) বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানেই তিনি ইন্তিকাল করেন

মঙ্গলবার রাত ১০টায় জামিয়ার প্রধান গেইটে লাশ রেখে জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মাঠে জামিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদুল্লাহর ইমামতিতে লাখো মুসল্লির অংশগ্রহণে জানাযা অনুষ্ঠিত হয়। পরে জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারায়ে আজিজ’ নামক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।