বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পটিয়া ৪২ তম হিফজুল কুরআন প্রতিযোগীতায় রহমাতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদীর প্রথম পুরস্কার অর্জন

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

১৩-১৪- তারিখ রবি-সোমবার পরিক্ষা শেষ হয়ে ১৫ ফেবু্রুয়ারি২২-মঙ্গলবার বিকাল ০৩.৩০মিনিটের সময় আল -জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার শিক্ষা ভবনের ৩য় তলার হল রুমে, জামিয়া পটিয়ার সম্মানিত মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম (বোখারী) সাহেব দাঃবাঃ হাত থেকে পুরস্কার গ্রহণ করেন,
দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসা, পাঁচলাইশ, চট্টগ্রাম এর মেধাবী ছাত্র ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি,আজকের দেশ বাংলা,আমার জমিন,দেশ বাংলা বার্তা,আওয়ার কক্সবাজার২৪.কম ও উখিয়া ভয়েস২৪.কম এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক আলমগীর ইসলামাবাদীর বড় ছেলে মোহাম্মদ রহমতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদীর বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার ব্যবস্তাপনায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় ২য় গ্রুপে ১ম বিভাগে উত্তির্ন হয়ে আকর্ষণীয় পুরস্কার ও সনদ অর্জন করেছেন।

রহমাতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদীর এই সম্মানজনক পুরস্কার পাওয়ার সব চাইতে যাঁদের অক্লান্ত পরিশ্রম, পিতাঃ আলমগীর ইসলামাবাদী, মাতাঃ মোছাম্মৎ উম্মে সালমা (রুমী) দাদা-দাদি, নানী,নানাঃ পীরে কামেল আলহাজ্ব আল্লামা শাহ্ ওমর ফারুকী (রহ.) এর রুহানি ফয়জিয়ত ও নিকট আত্মীয় সজনের দোয়া,প্রাতিষ্টানিকভাবে যাদের মেহেনত, দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারি আবুল হাসান সাহেব,স্বেনহের ছোট ভাই হাফেজ মাওলানা শাকের উল্লাহ,হাফেজ মাওলানা জোনায়েদ ও হাফেজ মাওলানা হোসাইনসহ সকল শিক্ষক বৃন্দ।

সকল উস্তাদ, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনদের কাছে বাবা হিসেবে আলমগীর ইসলামাবাদী ছেলের ভবিষ্যৎ অগ্রগতির জন্য দোয়া চাই,
আল্লাহ যেন আমার ছেলেকে ভালো বা-আমল হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস ও জগত বিক্ষাত ইসলামের দায়ী হয়ে দ্বীনের ক্ষেদমত করতে পারে।