শনিবার , ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের র‌্যাংক ব্যাজ পরিধান এবং বদলি জনিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান।

প্রকাশিত হয়েছে-

০২ অক্টোবর ২০২২ খ্রিঃ

সদ্য পুলিশ সুপার(SP) পদে পদোন্নতি প্রাপ্ত চট্টগ্রাম রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড লজিস্টিক) জনাব নিষ্কৃতি চাকমা কে র‍্যাংকব্যাজ পরিধান করিয়ে দিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন,বিপিএম(বার),পিপিএম(বার)।

একই সময় চট্টগ্রাম রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) জনাব মোহাম্মদ রাকিব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব পংকজ কুমার দে, তাদের বদলি জনিত বিদায় উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়। এ সময় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এবং বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার’গণকে দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করার আহ্বান জানান এবং ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানান।

সেখানে অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) এবং অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন্স) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।