বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

পদ্ম সেতু উদ্বোধন উপলক্ষ্যে বিরামপুরে আনন্দ র‍্যালী

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বিরামপুর থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ জুন) দুপুর ১২ টায় বিরামপুর পৌর শহরের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বিরামপুর থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা কান্ডের উদোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী নিয়ে বিরামপুরস্থ ঢাকামোড়ে বঙ্গবন্ধু মুরালে সমাবেত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেল (বিরামপুর-নবাবগঞ্জ)
সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, উপজেলা সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থক ও সুধীমন্ডলী প্রমুখ।