শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পবিত্র আশুরার দিনে যা যা ঘঠেছিলো= লামনার মাওলানা

প্রকাশিত হয়েছে-

 

আফরোজা আনসারী, রংপুর প্রতিনীধি‌‌‌

আমাদের পরিচিত মুখ এস এম সাইফুদ্দিন সালেহী (লামনার মাওলানা) তার থেকে নেয়া আজকের দিন সম্পার্কে কিছু তথ্য
তিনি বলেন:-
১০ই মহররম ১৪৪২হিজরী
৩০ আগষ্ট ২০২০ ইং

আজ থেকে ১ হাজার ৩৮১ বছর আগে
৬১হিজরী সনের ১০ই মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যরা এজিদের সৈন্যদের হাতে ফোরাত নদীর তীরে, কারবালার প্রান্তরে শহীদ হন। ঈমানের বলে বলীয়ান এবং সত্য ও ন্যায়ের প্রতি দৃঢ় অবস্থান নিয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাৎ বরণ করেছিলেন হযরত ইমাম হোসাইন (রা)।
এ কারণে মুসলিম উম্মাহর কাছে শোকাবহ ঘটনাবহুল এ দিনটি ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।

১০মহররম পবিত্র আশুরার দিনে-
মহান আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন।।

এ দিনেই মহাপ্রলয়ের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে।।

পবিত্র আশুরার দিনে হযরত আদম (আ:)-কে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ করানো হয়।।

পবিত্র আশুরার দিনে আল্লাহ তায়ালা হযরত আদম (আ)-এর তওবা কবুল করেছিলেন।।

হযরত নূহ (আ:) পবিত্র আশুরার দিনেই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে নৌকা থেকে পৃথিবীর বুকে আবার অবতরণ করেছিলেন।।

পবিত্র আশুরার দিনে হযরত ইদ্রিস (আ:) সশরীরে জান্নাতে প্রবেশ করেন।।

হযরত আইয়ুব (আ:) দীর্ঘ দিন কঠিন রোগে ভোগার পর পবিত্র আশুরার এ দিনে রোগমুক্ত হন।

পবিত্র আশুরার দিনে হযরত ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন।।

পবিত্র আশুরার দিনে হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন।

পবিত্র আশুরার দিনে হযরত দাউদ (আ:)-এর তওবা কবুল হয়।।

পবিত্র আশুরার দিনে হযরত সোলায়মান (আ:) বাদশাহী লাভ করেন।

পবিত্র আশুরার দিনে হযরত ইউসুফ (আ:) তার পিতা হযরত ইয়াকুব (আ:)-এর সাথে মিলিত হন।

পবিত্র আশুরার দিনেই হযরত মুসা (আ:) আল্লাহ তায়ালার সাথে কথা বলেছিলেন।

পবিত্র আশুরার দিনেই আল্লাহ তায়ালা বনি ইসরাঈল সম্প্রদায়কে ফেরাউনের বন্দিদশা থেকে উদ্ধার করেন এবং লোহিত সাগরে ফেরাউন ও তার বাহিনীর সলিল সমাধি ঘটান।

পবিত্র আশুরার দিনেই আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ:)-কে শত্রুদের হাত থেকে রক্ষা করে সশরীরে আসমানে উঠিয়ে নেন।
ধন্যবাদ সবাই কে।