বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুলআযহা উপলক্ষে উখিয়া ছাত্রলীগ সভাপতির বাড়িতে মানুষের ঢল।।। উখিয়া ভয়েস 24 ডটকম

প্রকাশিত হয়েছে-

খিয়া ভয়েস 24 ডটকম

 

 

এম শফিউল বিন নূরী।

 

মহামারী করোনার এই পরিস্থিতিতে অনেকদিন লকডাউনে বন্ধী থাকার পর আমাদের মাঝে আবার ফিরে এলো ঈদুল আযহা।এদিন হলো মুসলমানের দিন,
এই খুশীর দিনে আনন্দ ভাগাভাগি করতে
একঝাঁক নেতাকর্মী দেখা করতে চলে আসলো
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক
বর্তমান উখিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি
মকবুল হোসাইন মিথুন এর ঘরে। তিনি উখিয়া উপজেলায় এক বীরের বেশে আছেন।
যেমন সৎ তেমন বিনয়ী,
হাজার হাজার ছাত্রলীগ কর্মী সৃষ্টি করার কারিগর হিসেবে পরিচিত এই মানুষটি। আপনার মতো একজন উদার মনের মানুষ, নজীর বিহীন, এভাবে আপনাকে সামনের দিকে এগুতে হবে
মানুষের ভালোবাসা নিয়ে,এমন বক্তব্যও দিয়েছেন নেতা কর্মীরা। এদিকে সকলের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন ছাত্রলীগ সভাপতি মিথুন। তিনি খুশি হয়ে, আগত প্রায় ২-৩ হাজার মানুষের খানার ব্যবস্থা করে, সকলের অন্তরে জায়গা করে নিয়েছেন বলে মিডিয়া কর্মীদের জানিয়েন, আগত অসংখ্য মেহমানরা। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন এই প্রিয় নেতা মিথুন।

ভালোবাসা
প্রকাশ করেছেন

জিন্টু সরমা
যুগ্ম আহবায়ক
রাজাপালং ৪নংওয়ার্ড ছাত্রলীগ