আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
দ্রব্য মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণের নাজেহাল অবস্থা, তার মধ্যে প্রতি বছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে প্রয়োজনীয় দ্রব্য মূল্য আকাশ চুম্বি করে রাখে। সারা বছরে যা ব্যবসা করে না, রমজানের এক মাসেই তার তিন গুন বেশি করে। অথচ রমজান এসেছে জুলুম থেকে নাজাত দেয়ার জন্য, মানুষের উপর জুলুম করার জন্য নয়। অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।
আজ ১৭ মার্চ ২০২৩ইং শুক্রবার, বাদ আছর, নগরীর আগ্রাবাদ চত্বরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম।
মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল ইসলাম বিএসসি, সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, নগর সাধারণ সম্পাদক, আলহাজ আল মুহাম্মদ ইকবাল, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি, আলহাজ ওয়ায়েজ হোসেন ভূইয়া,সাধারণ সম্পাদক, মুহাম্মদ নোয়াব মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবরাহীম খলিল, ইসলামী আইনজীবি পরিষদ চট্টগ্রাম বারের সভাপতি, এডভোকেট পারভেজ তালুকদার, নগর কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, মুহাম্মদ শরীফ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি, আল মিজান মুহাম্মদ নোহেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, তানজুম মোল্লা প্রমুখ।
নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উদ্যেশ্যে বলেন, পবিত্র রমজান হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, এ মাসে ব্যবসা করেন কোন আপত্তি নেই, কিন্তু অতিরিক্ত লাভের আশায় যদি পণ্যে ভেজাল, মালের গুনগত মান ঠিক না রাখা, কম দেওয়া এবং অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকুন, আল্লাহ রাব্বুল আলামীন আপনার ব্যবসায় বরকত দান করবেন।
নেতৃবৃন্দ আরো বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা ও চায়ের দোকান বন্ধ ও সকল প্রকার অনৈতিক কাজ, মদ, জুয়া, ব্যাভিচার, নাচ-গান, যাত্রা পালা বন্ধ রাখার আহবান জানান।
আগ্রাবাদ চত্বর হতে চৌমুহনী হয়ে দেওয়ানহাট মোড় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয়।