পীরগাছা প্রতিনিধি,
রংপুরের পীরগাছা কাঁচামাল ব্যবসায়ী কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে১১টায় অনন্তরাম সরকারটারি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম দেলোয়ার হোসেন(৪০)
নিহত দেলোয়ার সবুর উদ্দিনের ছেলে।ঐ রাতেই পীরগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।
নিহতের পরিবার জানায় শুক্র বার রাতে ১০ টা ৩০ মিনিটে দেলোয়ার কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পাশের বাড়ির মৃত আ.সামাদের ছেলে ফারুক হোসন। হঠাৎ করে দেলোয়ারের চিৎকার শুনে আশেপাশে এবং তার পরিবারের লোকজন ছুটে আসে।তখন ৭থেকে ৮ জন দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়।তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার পরিবারের থেকে জানা যায় পীরগাছা কাঁচামাল দোকানের জায়গা নিয়ে ফারুকের সাথে দীর্ঘ দিন ধরে দণ্ড চলে আসতেছিলো এবং ফারুক তাকে ডেকে নিয়ে যায়
আজ শনিবার সকালে সহকারী পুলিশ সুপার (সার্কেল সি) এবং পিবিআই এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহতের পরিবারের সাথে কথা বলেন।
রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল সি) আশরাফুল আলম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় বেশ কিছু প্রমান পাওয়া যায়। পুলিশ ঘটনাটি তদন্ত কাজ করছে। শীঘ্রই হত্যাকান্ডের সাথে জড়িতরা আইনের আওতায় আসবে।