বৃহস্পতিবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি

পৌরসভায় নগর সমন্বয় কমিটি (TLCC) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

(১৬ই নভেম্বর) বুধবার বিকেল ৪ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার আয়োজনে পৌরসভা কনফারেন্স রুমে পৌর নির্বাহী কর্মকর্তা সেরা ফুল ইসলাম এর সঞ্চালনায় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে নগর সমন্বয় কমিটি (TLCC) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, পৌর নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সহকারি প্রকৌশলী ভারপ্রাপ্ত আবু শোয়েব মোঃ সজল, উপসহকারী প্রকৌশলী জুয়েল মিয়া, উপসহকারী প্রকৌশলী বিপাশা হায়াত, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, কর নির্ধার মুন্তাকুইন ,সার্ভেয়ার মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, মাইক্রো ইস্টার্ন কমিটির সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক মুকুল সরকার প্রমুখ।

পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, পৌরসভা কে কিভাবে আধুনিকায়ন করা যায়, সেই লক্ষ্যে আজকে নগর সমন্বয় কমিটি T L C C ত্রৈমাসিক সভায় সকলের নিকট পরামর্শ চাওয়া হয়েছে, শীঘ্রই একটি মাস্টার প্ল্যান এর মাধ্যমে পৌরসভার সকল উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণ করা হবে।