
টেকনাফ প্রতিনিধি,
নিউজে প্রকাশিত আমার ছোট ভাই মোহাম্মদ ইফতেখার মাদকাসক্ত হয়ে মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে, এটা সম্পূর্ন ভুয়া, মিথ্যা,ও উদ্দেশ্য প্রনোদিত নিউজ, নিউজে যা বলা হয়েছে, এধরনের কোন ঘটনা ঘটেনি,টেকনাফ কলেজের এইচ এস সি বিদায় অনুস্টান শেষ করে বন্দুরা সবাই মিলে টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দিয়ে যাচ্চিল হটাৎ একজন মানসিক রুগী সামনে পড়ে যায় অই মানসিক রুগীকে বাচাঁতে গিয়ে আমার ভাইয়ের মোটরসাইকেলের সাথে আর একটি মোটরসাইকেলর সাথে ধাক্কা লেগে এক্সিডেন্ট করে, আমার পরিবারের মানসম্মান নস্ট করার জন্য আরাফাত সানি নামের এই অযোগ্য, অশিক্ষিত, ভুয়া, সাংবাদিক এই মিথ্যা গুজব টি চড়িয়েছে! আমার ছোট ভাই টেকনাফ সরকারি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী, টেকনাফ ৭১ একটি ভুয়া নিউজ পোর্টাল অদক্ষ, অযোগ্য আইডি কার্ড ঝুলিয়ে রাখা নিজেকে সাংবাদিক বলে দাবি করা আরাফাত সানি লাইভে এসে ঘটনা না জেনে না বুঝে কর্তবরত ডাক্তারের কাছে থেকে কোন সাক্ষাৎকার না নিয়ে মেডিকেল রিপোর্ট এবং কোন প্রমাণ ছাড়া আমার ভাই মাদকাসক্ত হয়ে এক্সিডেন্ট করেছে বলে মিথ্যা বানোয়াট তথ্য টেকনাফের জনগণের কাছে উপস্থাপন করেছে সেই আরাফাত সানি কিছু না-জেনে না-বুঝে আমাদের পরিবারের সম্মান নস্ট করার জন্য মিথ্যা নিউজ পরিবেশন করছে, আমি এইধরনের মিথ্যা বানোয়াট নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, এধরনের ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট,নিউজ করার জন্য তার বিরুদ্ধে আইসিটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি…
তৌফিকুর রহমান
শিক্ষার্থী,সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্রগ্রাম
Leave a Reply to Mahmud Ghazni Cancel reply