শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

প্রকাশিত হয়েছে-

প্রেস বিজ্ঞপ্তি

টেকনাফের অনলাইন নিউজ পোর্টালে টেকনাফ ৭১, আমাদের টেকনাফ,ডেইলি টেকনাফে প্রকাশিত” টেকনাফের সাগরপথে মানব পাচারকারী সক্রিয়, জড়িতরা ধরা ধরাছোঁয়ার বাইরে ও টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন নাফ মেরিন শিশু পার্ক দক্ষিণ পাশে খুনকার পাড়াস্হ নারিকেল বাগান ঘাট দিয়ে মানব পাচার চলছে তাদের বিশাল সিন্ডিকেট রয়েছে এবং অবৈধ অস্ত্র রয়েছে ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে, যা দেখে আমি শুরু দুঃখ পাইনি বরং বিচলিত হয়েছি।এ সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ‍্য প্রনোদিত।আমার এলাকার একটি কুচক্রী মহল আমার মান সন্মান ক্ষুন্ন করার জন‍্য সাংবাদিক ভাইদের কাছে ভূল তথ‍্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছেন যা সত্যি দুঃখজনক।

আমি বাংলাদেশ সরকারের প্রচলিত আইন মান‍্যকারী শান্তিপ্রিয় একজন শান্ত স্বভাবের মানুষ।বাংলাদেশের আইনের প্রতি এবং সকল প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই,আপনারা আমার এলাকায় এসে দেখুন আমি কোন অবৈধ কাজে জড়িত আছি কিনা।আমি দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত বটতলী বাজারে আমার বাবার ছোট হোটেলে রুটির কারিগর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি।আশপাশের বাহারছড়া ঘাট,মহেশখালিয়া পাড়া ঘাট ঐদিকে কুরাবুইজ্জা পাড়া ঘাট দিয়ে প্রতিদিন মানবপাচার হচ্ছে বলে লোক মুখে শুনা যায়।এলাকার অনেকেই এ অবৈধ কাজ চালিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে কিন্তু ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা তথ‍্য দিয়ে আমার মান সন্মান নষ্টের পায়তারা করছেন আসল মানবপাচারকারিরা।

আমি প্রশাসনকে বিনয়ের সহিত বলতে চাই,যারা প্রকৃত মানবপাচার কাজে জড়িত রয়েছেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হউক।আমি চাই এ এলাকা থেকে মানবতা বিরোধি এ ঘৃন‍্য কাজ চিরতরে বন্ধ হউক।
আমার বিরুদ্ধে প্রকাশ করা মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পরিশেষে সঠিক অপরাধীদের তথ‍্য তুলে ধরে সংবাদ প্রকাশের জন‍্য সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

মোঃ ইয়াছিন
পিতা- আমজাল হোসেন
মহেশখালীয়া পাড়া,টেকনাফ সদর ইউনিয়ন।টেকনাফ কক্সবাজার।