বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রফেসর মোজাফফর আহমদ স্যার কে ইয়াবা গডফাদার সন্ত্রাসীরা হামলা ও হত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে-

মাষ্টার মুক্তার আহমদের প্রতিবেদক

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের এনামুল হক-এর ছেলে এবং চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারী কলেজের প্রফেসর জনাব মোজাফফর আহমদ স্যার মাদক ও সন্ত্রাসী প্রতিরোধ বক্তব্য এবং মাদক মুক্ত এলাকা করার লক্ষে কঠোর অভিযান চালান।
সেই দূষে স্যারকে গতকাল উখিয়া স্টেশন থেকে ফেরার পথে গয়ালমারা স্টেশনের পূর্ব দিকে ইয়াবা গডফাদার সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয় এবং গুরুতর আঘাত করেন।
স্যার বর্তমানে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় আছেন বলে জানান স্যারের ছোট ভাই গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুক্তার আহমদ এনান।

সন্ত্রাসী হচ্ছ একয় এলাকার ১ জাহাঙ্গীর কবির
পিতা সৈয়দ কাশেম।
২ মঞ্জুর আলম পিতা আজিজুর রহমান।
৩ সাদ্দাম হোসেন পিতা আবুল হোছাইন।
৪ মঞ্জুর আলম পিতা মোঃ আবু তাহের।

ইয়াবা গডফাদার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।