
তালহা চৌধুরী রুদ্রঃ
ফটিকছড়ি উপজেলার জাফত নগর ছাত্রসেনার সাবেক সভাপতি আবু হেনা রাজু(২৯)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফত নগর পুলিশ ফাঁড়ি ও আবিদ শাহ (র) আস্তানার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রাজুকে কোনো গাড়ি চাপা দিয়ে বা কোনো ছিনতাইকারী তাকে রক্তাক্ত করে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, আবু হেনা রাজু আজাদী বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন।
এসময় কে বা কারা রাজুকে রক্তাক্ত করে ফেলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জাফত নগর ইউপি চেয়ারম্যান মো. জিয়া উদ্দিন জিয়া।
নিহত রাজু জাফত নগরস্থ মুফতি বাড়ির আবুল কালাম আজাদের পুত্র। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটি জাফত নগর শাখার একজন সক্রিয় কর্মী ছিলেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ বলেন, “আবু হেনা রাজুর মৃত্যুর খবর পেয়েছি। কী কারণে তার মৃত্যু হয়েছে সেই রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে প্রাথমিকভাবে একটি সিএনজিচালিত অটোরিকশা রাজুকে চাপা দিয়ে পালিয়েছে বলে জানা গেছে।