শনিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৬ হিজরি

বগুড়ার আদম দীঘি থানায় সুইজ গেইট থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

বগুড়া জেলার আদম দীঘি থানার নশরতপুর ইউনিয়নে ধানতলা গ্রামের ইরামতি খারির একটি স্লুইস গেটের কাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।ইরামতে খারির স্লুইস গেট থেকে একটু উত্তরে একটা লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। তারপর ঐ লাশটিকে উদ্ধার করা হয়।

এলাকাবাসির কাছ থেকে জানা যায়, ঐ যুবক ধানতলা গ্রামেরই। তার নাম সোহাগ(১৮)।

তবে কি কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।