শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২২ শুভ উদ্বোধন নুরুল ইসলাম চৌধুরী সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ:- উখিয়া কক্সবাজার,

দক্ষিণ ফলিয়া পাড়া ভাই ভাই একতা সংগঠনের উদ্যােগে নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ খ্রিঃ এর শুভ উদ্বোধনী ফুটবল খেলা।

৫ মার্চ ২০২২, শনিবার বিকাল ৩ টায় কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ ফলিয়া পাড়া এলাকায় নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাটি শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

১ম দিনে উদ্বোধনী খেলা অনুষ্ঠানের ম্যান অপ দ্যা ম্যাচ সৌজন্যেতা করেন উখিয়া ডিসাইড ক্লাবের সভাপতি মোঃ ইউনুছ সরোওয়ার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন মানিক।

উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন। উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ। রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন। রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। বিশিষ্ট ব্যবসায়ি কন্ট্রাক্টর মুফিজ উদ্দিন। বিআরডিবি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল খালেদ ফরহাদ। দক্ষিণ ফলিয়া পাড়া ভাই ভাই যুব একতা সংগঠনের উপদেষ্টা শামসুল আলম (বলি)।

উক্ত উদ্বোধনী খেলা অনুষ্টানের সভাপতিত্ব করেন দক্ষিণ ফলিয়া পাড়া ভাই ভাই যুব একতা সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন দিলু ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাজল।

উদ্বোধনীয় খেলায় অংশ নিয়েছেন উখিয়া মুহুরী পাড়ার বিজয় একাত্তর একাদশ টিম বনাম থাইংখালী পুঁটিবনিয়ার রক ব্রাদার্স একাদশ টিম। পরিশেষে খেলার শেষ ফলাফল ছিল, বিজয় একাত্তর ০৩ গোলে বিজয় ও রক ব্রাদার্স ০১ গোলে বিজিত হয়েছে।

পরিশেষে বাকি টিমের খেলা গুলো দেখার উন্মুক্ত আহ্বান জানিয়েছেন খেলা পরিচালনা কমিটির পক্ষথেকে।